২৯ ডিসেম্বর থেকে সারা দেশে বিজিবি মোতায়েন।


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : ডিসেম্বর ২৭, ২০২৩, ৫:১৩ অপরাহ্ন /
২৯ ডিসেম্বর থেকে সারা দেশে বিজিবি  মোতায়েন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৯ ডিসেম্বর থেকে সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৯ তারিখ থেকে খুব সম্ভবত আমি যতটুকু জানি বিজিবি মাঠে চলে আসবে। বিজিবির পরপরই আর্মি চলে আসবে। কাজেই আপনারা যে সমস্ত আশঙ্কা করছেন এবং যেগুলো দেখছেন, সেসব পরিস্থিতি আরও শান্ত হয়ে সুন্দর পরিস্থিতির সৃষ্টি হবে।

রাজনৈতিক উদ্দেশ্য নেই বলে দাবি করে তিনি বলেন, নির্বাচনকে আরও নিরাপদ করতে দীর্ঘ সময় মাঠে থাকবে সেনাবাহিনী। ঝুঁকিপূর্ণ আসন ও কেন্দ্র নিয়ে নির্বাচন কমিশন তালিকা দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।