প্রজাপতির ডানা – কানিজ ফাতেমা চৌধুরী


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : ডিসেম্বর ২৯, ২০২৩, ৮:৫২ পূর্বাহ্ন /
প্রজাপতির ডানা – কানিজ ফাতেমা চৌধুরী

প্রজাপতির ডানা

কবি- কানিজ ফাতেমা চৌধুরী

একদিন সমস্ত মানুষের একটি করে ওষ্ঠ ছিল

অথবা ওষ্ঠহীন মুখ,

সেই মুখে সুড়ঙ্গের মত খাবার যেতে পারতো

কিন্তু প্রেমিকের ন্যায্য দাবী,

কি করে সোহাগ করে, যাবতীয় ওষ্ঠ

দুই ভাগ হলো

আমি ওষ্ঠের কাছে গিয়ে বললাম,

প্রিয় ঠোঁট তুমি আমাকে প্রেমের

স্বাদ দিতে পারো?

ওষ্ঠ বললো, পারি কিন্তু

প্রেমিকের বর চাই!

প্রেমিক তোমার ঠোঁট চায় না,

তাকে ডেকে আনো;

তাছাড়া তুমি এগিয়ে যাবে 

ও অজান্তে ঠোঁট কাটবে নিজে –

তোমার সইবে না।

একদিন নদীতে পাড় ছিলো

মাটির তলে বয়ে যেত চোরাসুখ নদী

বের হয়ে এল সে দুই পাড় ভাগ করে

পারানী নিয়ে যায় বউ

মাঝির কাছে গিয়ে বললাম,

তুমি আমাকে প্রেমের ঠিকানা দিতে পারো?

মাঝি বললো, পারি কিন্তু কেন দেবো?

ওপারে যে থাকে সে তোমাকে চায় নি!

এক পক্ষ চেয়ে গিয়ে কাঁদলে কার

কি আসে যায়…

আকাশ আর মাটি এক হয়ে ছিল একদিন,

আমি তার কারণ জানি না

কেন দুই হয়ে মাঝ খানে আমি আর তুমি থাকি

আমি আকাশের কাছে গিলে বললাম,

তুমি আমাকে ওড়াতে পারো?

আকাশ বললো আমি পারি কিন্তু

স্থলে ঘর বাঁধো,

উড়ে গেলে তোমাকে কে পাবে?

এভাবে চাইতে থাকি

যে দিকে চেয়ে দেখি দুই ভাগ হয়ে গেল

চোখের পাতা,

বইয়ের পৃষ্ঠা, প্রজাপতির ডানা…!