ডাক্তারি পেশার পাশাপাশি আইনজীবী হতে চান ডা. সাবরিনা।


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : জানুয়ারী ২, ২০২৪, ৭:৪৩ পূর্বাহ্ন /
ডাক্তারি পেশার পাশাপাশি আইনজীবী  হতে চান ডা. সাবরিনা।

দিনাজপুরের মেয়ে ডা. সাবরিনা। ডাক নাম মিষ্টি স্কুল,কলেজ,বন্ধুমহলে সাবরিনা মিষ্টি বলেই পরিচিত। বাবা সৈয়দ মুশাররফ হুসেন সরকারী চাকুরীজীবী ছিলেন ও অতিরিক্ত সচিব হিসেবে অবসর গ্রহন করেন। মা কিশুয়ার জেসমিন হুসেন -বর্তমানে আমেরিকায় চাকুরীরত। দু’বোনের মধ্যে বড় সাবরিনা মিষ্টির শৈশবের একটি বড় অংশ কেটেছে নেদারল্যানডে,পরে ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। স্যার সলিমুললাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন ও বিসিএস সবাসথ্য ক্যাডারে যোগদানের মাধ্যমে চাকুরীজীবন শুরু করেন।পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে কার্ডিও ভাস্কুলার ও থোরাসিক সার্জারিতে এম এস ডিগ্রি লাভ করেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে কার্ডিয়াক সার্জারি বিভাগে বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও টেলিভিশনে স্বাস্থ্য বিষয়ক টকশো করেও পরিচিতি পান।ডাক্তারি পেশার পাশাপাশি আইনজীবী হতে ল’ কলেজে ভর্তি হয়েছেন ডা. সাবরিনা।তিনি বর্তমানে ল’ কলেজের প্রথমবর্ষের ছাত্রী।আইনজীবী হয়ে তিনি আইন বিষয়ে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চান।তিনি বলেন, একটা সময় আমি ভাবতাম, মানুষের জীবনটা বেশি জরুরি। তখন আমি মেডিকেলে পড়েছিলাম। কিন্তু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আজ আমার মনে হয়, কোনো কোনো ক্ষেত্রে জীবনের চাইতে মানুষের মান-সম্মানটা অনেক বেশি জরুরি। আইনজীবী হয়ে নিজের স্বপ্নের কথা জানিয়ে তিনি বলেন, এলএলবি পাস করার পর বার কাউন্সিলে পরীক্ষা দিয়ে আমার আইনজীবী হওয়ার ইচ্ছা। আইনজীবী হয়ে এমন মানুষের পাশে দাঁড়াবেন তিনি—যারা আইন সম্পর্কে নিতান্তই কম বোঝেন। যারা বিনা অপরাধে দিনের পর দিন জেল খাটছেন তাদের হয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করে। লেখালিখি করতেন ছোটবেলা থেকেই কিন্তু একান্ত নিভৃত্বে। ২০২০ সালে একটি প্রতারণা মামলায় অভিযুক্ত হয়ে কারাগারে যান তিনি।জেলজীবন ও জেলের বন্দীদের ব্যক্তিজীবন ও জেলে আসার প্রেক্ষাপট খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে।সেই অভিজ্ঞতাকে তুলে ধরার ও আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে সকলের জন্য ন্যয়বিচার নিশ্চিতের তাগিদেই বই লিখছেন সাবরিনা। “বন্দীনি” নামে প্রথম প্রকাশিত বই, বইমেলায় আসার কথা রয়েছে। ইতিমধ্যে তিনি লেখার কাজ সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন।