কবি লিজা কামরুন্নাহার- এর কয়েকটি কবিতা।


স্টাফ রিপোর্টার প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৪, ২:০৩ পূর্বাহ্ন /
কবি লিজা কামরুন্নাহার- এর কয়েকটি কবিতা।

✒️কবি পরিচিতি : লিজা কামরুন্নাহার

লিজা কামরুন্নাহার নারায়ণগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে সাংবাদিকতা, শিক্ষকতা ও লেখালেখি নিয়ে ব্যস্ত থাকেন। এ পর্যন্ত তাঁর ৫টি বই বের হয়েছে। অন্তর হতে আহরি বচন, সরলা, নতুন প্রজন্মের ইন্টারনেট আসক্তি, প্রেম, মা, শূন্যতা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্স করেছেন।

কবি লিজা কামরুন্নাহার-এর কয়েকটি কবিতা 

✒️ভালোবাসা 

লিজা কামরুন্নাহার

হঠাৎ করে দেখা তোমার সাথে 

আসলে হঠাৎ বললে, ভুল হবে

কয়েকবার দেখা, দু-একবার

চব্বিশ বছর পর আমাদের দেখা। 

এ দেখা এক পলক দেখা, 

সামান্য কথাবার্তা বলা

সেই কথা বলায় যে অতীত, ভবিষ্যত আগলে আছে

আমি জানতাম না, বুঝিনি সময়ের আবর্তে 

রোদ গায়ে পড়বে, আলো ছড়াবে, সবুজ বনানী হবে,

নীল কষ্টকে আবারও গাঢ় নীল করবে

কষ্টকে আলিঙ্গন করে অলৌকিক সুখ সঞ্চার করবো, ভালোবাসবো, ঘরকুনো মানুষকে

অন্ধকার থেকে আলোয় আবীর মাখবে।

এটাই হয়তো প্রকৃতি, 

আজ অনেকটা বদলে গেছি আমরা

স্বাস্থ্যে, বয়সে, সামাজিক বন্ধনে

কিন্তু তুমি ঠিকই এতোটা বছর আগলে রেখেছো

মনে, খোঁজনি, হয়তো খুঁজেছো বলোনি

দ্বিধা দ্বন্দ্ব আর আত্মসম্মানের মোড়কে

আমাকে দূরে সরে দিয়েছো,

আমি কিন্তু তোমায় খুঁজেছিলাম

তবে একটা সমস্যা ছিলো,

আমি তোমার নাম জানতাম না,

এক পলকের দৃষ্টিতে গভীর অনুভূতির সুন্দর শক্তি ছিলো, ছিলো প্রগাঢ় ভালোবাসা,

তুমি কি আমার মতো কবিতা ভালোবাসো!!

আমি তো কবিতায় প্রাণ পাই 

আমাদের ধূসর পান্ডুলিপি 

হয়তো বাস্তব আর কল্পনায় প্রকাশ পাবে,

তাতে কী, ভালোবাসার কোনো গল্প নেই 

আছে অনুভূতি, কালো ফ্রেমের চশমায় চোখ 

ঢাকলেও ভালোবাসা এক মুহূর্তের সেই প্রগাঢ়তাকে এতোটা বছরেও ম্লান করেনি,

করেছে চিরসুন্দর, অবিনশ্বর। 

ভালোবাসা এমনই হয়, প্রেম নামক শব্দে 

সেটাকে মোড়কে রাখতে আমি নারাজ

আমি আজীবন তোমার মধ্যে বসবাস করবো।

 ভালোবাসব, পদচিহ্ন রেখে যাবো আমরা ছিলাম। শরীরে নয় মনে, শ্রদ্ধায় আর ভালোবাসায়।

আজও ভালোবাসি আই-কন্টাক-এর মতোই 

বিমুগ্ধ হই তোমায় দেখলে,

বয়সের নতজানু শরীরটা আজও প্রেমে ভরপুর।

✒️গাছ আর আমি

লিজা কামরুন্নাহার

 উন্মাদ অবস্থায় দেখেছি  সময় কে

সে বলে, ‘মন ঘুরিয়ে দেব অন্য কারো দিকে— ‘ 

কিন্তু তার শক্তি বড়ো কম, 

রাত্রি যদি আবারও তার কালো শরীর খুলে 

ফিনকি দিয়ে ঝরে পড়বে আগুন

পাগল হয়ে নদীর জলে দেহ ভেজাতে যায়

ভালোবাসায় আর উন্মাদনায়,

চাই হাতের আঙ্গুল অন্যভাগে আর একটি আঙ্গুল, 

ছুঁয়ে দিতে চাই মন,

যে মনকে রাঙাবো আঙ্গুলের ডগায় 

একটু স্পর্শে ভেঙ্গে পড়বে সকল অগ্নিকুণ্ড। 

ভালোবাসায় উত্তাপ নেব, বড্ড একলা গাছ আমি

ভয় হয় যদি নষ্ট হয় সবুজবীথি 

অক্সিজেন যেন কার্বনডাই-অক্সাইডকে আগলে রাখে, 

তখন প্রেম হয় বিষ, ভালোবাসা হয় প্রয়োজন 

দেহ, মন সব শূন্য হয়

একটা গাছ ছায়া হয়ে দাঁড়িয়ে থাকে সকলের জন্য, 

কিষাণী হাসে, পথিক স্বস্তি পায়,

গাছটা কেবল নিজের যত্ন না করে

অন্যের জীবন বাঁচায়।

✒️আবাদী জমি

লিজা কামরুন্নাহার

দুঃখের এক ইঞ্চি জমিও

আমি অনাবাদি রাখবো না

আবাদ করবো ভালোবাসায়,

সেই ভালোবাসা তুমি আঁচলে 

হাতের মুঠোয় রাখবে, 

আমি শব্দে খুঁজব প্রাণ,

শব্দে খুঁজব  যুদ্ধ 

শব্দে খুঁজব রবিশস্যের ঘ্রাণ, 

আমি সেই শব্দ দিয়ে 

ভালোবাসার খেরোখাতায়

আঁকব নিঃশব্দ সকল কথা 

হয়তো সেটা অস্পষ্ট, 

হয়তো সেটা পদচিহ্ন ফেলে যাওয়া

সময়ের কাছে, মানচিত্রের কাছে।

তবুও আকঁব, সময়কে বন্দি করবো

তোমার অসময়ের সাক্ষী রেখে 

রাজনীতির মাঠ, সাংস্কৃতিক কর্মে

ঘরের সংসারে, পতিতা পল্লীর যান্ত্রিক শরীরে, 

প্রতিবাদের ফেস্টুনে, 

আমি আবাদ করে যাব সুন্দর সময়ের 

ভালোবাসার, সহমর্মিতা আর সহনশীলতার

তবুও আমি আঁকবো নারীর জাগরণ 

অবয়বে থাকবে শিল্পের ছোঁয়া। 

পণ্য নয়, ভালোবাসা আর যন্ত্রণার সারথি হয়ে

আমি আজও নিজের মধ্যে ডুব দেই

সময়কে জয় করবো বলে

আবাদ করবো বলে।

✒️মন

লিজা কামরুন্নাহার

মন কি রে তুই 

পাখির কিচিরমিচির শব্দ 

না কি উড়ন্ত পাখির অবাধ আনন্দ, 

মন কি রে তুই 

বাক্সবন্দি নিয়মের ঝুলি

না কি পাখির পাখা ঝাপটানির নীরব কষ্ট 

না কি প্রতিবাদ, মুক্তির আস্বাদনের,

আমি ভাই অতোশতো বুঝি না

বুঝি মন হলো পচনরোধক শরীরের নিয়ন্ত্রক,

মন হলো আশা, প্রত্যাশা আর হতাশার সুর 

মন হলো জীবনকে মানিয়ে নেওয়া 

আর খানিকটা সাজিয়ে নেওয়া,

সেখানে মন তুই হলো পরম প্রেম 

যেখানে বসবাস করে 

আত্মোপলব্ধি, স্বস্তি 

আর আজীবন বেঁচে থাকার এক বৈচিত্র্যময় আয়োজন, আমরা সবাই সেখানে শিল্পী 

বেশ ভালো করেই টিকে থাকার 

অসম্ভব রকম তীব্র প্রতিযোগিতা। 

তবুও মন আমি তোর বন্ধু 

তোর সখ্যে আমি আজ-ও হেঁটেই চলেছি,,

✒️শূন্যতা

লিজা কামরুন্নাহার

তোমার মনের জমিতে আবাদ করতে চায়নি,

আগাছা, পরগাছা 

যে সেখানে আবাস করেছে,

আমি কেবল ফসল ফলাতে চেয়েছি

সবুজ, শস্য, সুগন্ধি ফুল,

আর আবীর রাঙা ভোর

মনের ভেতর উথাল-পাতাল 

সমুদ্রের নোনা জল।

সেই জলেতে সাঁতরে বেড়াই

আলোক ধারার পর

জ্যোৎস্না মেখে ভিজবো বলে 

স্বপ্ন তোলা শিকেয় রেখে।

মিথ্যে স্বপ্নে আবাস করি

রঙিন ফানুস ঘরে রাখি

নিজের মনে সঙ্গোপনে

জানি গভীর কিছু আগলে রেখেও

হৃদয় জুড়ে শূন্য থাকি,

তবুও সেটা ভালোবাসা

প্রয়োজনের হিসেব খাতা নয়

সেটা একটা হিমালয় সমান শক্তি 

পামির মালভূমির মতো বিশাল অনুভূতি 

না পাওয়া, না জানা অভিব্যক্তি,

বেঁচে থাকার প্রাণশক্তি 

নতুন সৃষ্টির কৃষ্ণমূর্তি,

ভালোবাসি, রঙিন করি,

নতুন সবই।

✒️ভালোবাসি

লিজা কামরুন্নাহার

সবটুকু দিয়ে আমি ভালোবাসি

ভালোবাসি বলেই মুক্তির স্বাদ নেই 

নেই উন্মাদনার উন্নাসিকতা, 

ভালোবাসি